ই্উটিউবের করা নতুন নিয়মে কনটেন্ট ক্রিয়েটররা বেশ বিপাকে পড়ে গিয়েছেন। নতুন এই নিয়মে বলা হয়েছে, কনটেন্ট যদি অর্থ আয়ের উপযোগী না হয়, তবে পুরো চ্যানেল মুছে দিতে পারে ইউটিউব কর্তৃপক্ষ। আগামী ১০ ডিসেম্বর থেকে নতুন এ নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে ২০১৮ সালে মনিটাইজেশন নীতিমালায় বেশ বড় ধরনের পরিবর্তন আনে ইউটিউব। সেসময় ইউটিউব ভিডিও থেকে অর্থ আয়ের জন্য কঠোর নিয়ম বেঁধে দেওয়া হয়। এতে অনেক কনটেন্ট নির্মাতা তাদের আগ্রহ হারিয়ে ফেলে এবং ইউটিউব থেকে চলে যায়।
এবার নতুন এই আইনের ফলে ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের মাঝে কী প্রভাব আসে সেটি জানতে হয়তো আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
এর আগে ২০১৮ সালে মনিটাইজেশন নীতিমালায় বেশ বড় ধরনের পরিবর্তন আনে ইউটিউব। সেসময় ইউটিউব ভিডিও থেকে অর্থ আয়ের জন্য কঠোর নিয়ম বেঁধে দেওয়া হয়। এতে অনেক কনটেন্ট নির্মাতা তাদের আগ্রহ হারিয়ে ফেলে এবং ইউটিউব থেকে চলে যায়।
এবার নতুন এই আইনের ফলে ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের মাঝে কী প্রভাব আসে সেটি জানতে হয়তো আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
ইউটিউবের নতুন নীতিমালা। কনটেন্ট ক্রিয়েটররা কি তাহলে আবারো হোঁচট খেলো?
Reviewed by Green BD IT Solution
on
November 15, 2019
Rating:
![ইউটিউবের নতুন নীতিমালা। কনটেন্ট ক্রিয়েটররা কি তাহলে আবারো হোঁচট খেলো?](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiy8kkyrPbgRuHo-aPs0_ybXX8jsNOQxIX78SseP-Lvuh-0lEdjjBKGJMNSdpLZYnxtqfKzESU-z10sErEthhAew3RW2PEgo7UlMeUlPe3yHK2_19XOaom6k7iEEzHVoN1GaX8ptqFZ4e8/s72-c/images.jpg)
No comments: