Search This Blog

banner image

যেভাবে আপনি আপনার ফোনকে চুরি যাওয়া থেকে রক্ষা করতে পারবেন

আসুন জেনে নিই যেভাবে যত্ন নিলে মোবাইল ফোন দীর্ঘদিন ভালো থাকবে।
১. ফোন কেনার পর আপনার প্রথম কাজই হবে ফোনে ভালেঅ মানের গ্লাস স্ক্রিন গার্ড ও ফোন কেস লাগানো। এতে স্ক্রিনের ক্ষতি হবে না। ধাক্কাধাক্কিতে হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাবে না।
২. ১০০ শতাংশ চার্জ হওয়ার আগে ফোন ব্যবহার করবেন না। এতে ব্যাটারির কর্মক্ষমতা কমে।
৩. তাড়াতাড়ি কিনে ফেলুন একটি রাবারের ফোন হোল্ডার। এতে ফোন সহজে আপনার গ্রিপ থেকে আলগা হয়ে যাবে না।
৪. ফোনে ডাউনলোড করুন অ্যান্টি থেফট সফটওয়্যার। ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও অনায়াসে পেয়ে যাবেন তার হদিস।
৫. সঙ্গে রাখুন নরম কাপড়। চেষ্টা করুন সবসময় ফোন শুকনো ও পরিষ্কার রাখতে। এতে ফোনের ডিভাইসের আয়ু বাড়ে।
৬. ফোন ভিজলে তাড়াতাড়ি ব্যাটারি খুলে নিয়ে শুকিয়ে নিন।
৭. অতিরিক্ত ছবি তুললে বাড়ি ফেরামাত্র ছবি কম্পিউটার অথবা অন্য কোথাও ছবি স্থানান্তরিত করুন। ফোনের মেমোরিতে অযথা চাপ সৃষ্টি করবেন না। এতে ফোন কাজ করবে আরও দ্রুত।
৮. সেলফিস্টিক ব্যবহারের সময় তার গ্রিপ নিয়ে সতর্ক থাকুন। কোনোভাবেই যেন ফোন থেকে তা আলগা না হয়ে যায়।
৯. ইন্স্যুরেন্স করে রাখুন নতুন ফোনের। দামি ফোন হলে তো কথাই নেই! ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সোজা চলে যান ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। নতুন ফোন কেনার টাকার বেশিরভাগই মিলবে এই ইন্স্যুরেন্স থেকে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
যেভাবে আপনি আপনার ফোনকে চুরি যাওয়া থেকে রক্ষা করতে পারবেন যেভাবে আপনি আপনার ফোনকে চুরি যাওয়া থেকে রক্ষা করতে পারবেন Reviewed by Green BD IT Solution on November 05, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.