বাংলাদেশে নির্মিত থ্রিডি অ্যানিমেটেড শর্ট ফিল্ম "টুমরো" মুক্তি পাচ্ছে ২৯ নভেম্বর। ২৫ মিনিট দীর্ঘ অ্যানিমেটেড এই চলচ্চিত্রটির পরিচালনা করেছেন মোহাম্মদ শিহাব উদ্দিন।
‘টুমরো’ অর্থ আগামী দিন বা ভবিষ্যতের দিন। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সচেতনতা তৈরিতে নির্মিত হয়েছে সিনেমাটি। বেসরকারী টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির ব্যবস্থাপনায় নির্মিত ২৫ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় কোটি টাকা।
কাহিনীঃ
একরাতে ছোট্ট রাতুলের কাছে আসে বাতাসের বুড়ো।তাকে নতুন এক পৃথিবী দেখাতে উড়িয়ে নিয়ে যায়। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে ভবিষ্যতের পৃথিবী কতটা ভয়ঙ্কর হতে পারে বাতাসের বুড়ো তা রাতুলকে জানিয়ে দেয়। ফিরে এসে রাতুল ভার নেয় পৃথিবীর ভবিষ্যত বদলাবার। তার সঙ্গী হয় হাজারও শিশু-কিশোর। ধীরে ধীরে গড়ে ওঠে জনমত।
এমনই অসাধারণ এক গল্পকে ঘিরে তৈরী করা হয়েছে সিনেমা ‘টুমরো’। ।
দীপ্ত টিভিতে সিনেমাটি দেখা যাবে ২৯ তারিখ শুক্রবার, সন্ধ্যা ৭টায়। পুনঃপ্রচারিত হবে পরেরদিন ১২.৩০টার।
ইউটিউব টিজার লিংক- https://www.youtube.com/watch?v=p19-O1VSaKc&feature=youtu.be&fbclid=IwAR3g-z_flMmj5m6cYiTfZ_gIEyU0sqHcndk7ROFhXw2rJfgTeih3Zsrn9Lw
অ্যানিমেটেড শর্ট ফিল্ম "টুমরো"
Reviewed by Green BD IT Solution
on
November 15, 2019
Rating:
![অ্যানিমেটেড শর্ট ফিল্ম "টুমরো"](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhU3OqOu8sJPHGaKoJpiDG6kV_0ovT18S84BWlWZdPYC7LYf-JwfaERIAY4mh90BDwETJwZXlSVtilQWCsEUTSilT8xXe2yQhgDORYuMFu9QaF2obZ56wsP9qyzsfTbQ3D0-aR-niV-KE/s72-c/3c9bec51f1f8b5ad0cb0860cff536b07-5c03a08662325.jpg)
No comments: