মোবাইল সেবায় আরও এক ধাপ এগিয়ে গেল চীন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সেবা ফাইভ জি চালু করেছে দেশটি।
বর্তমানে চীনের বেইজিং, শাংহাইসহ ৫০টি শহরে ফাইভ জি সেবা চালু করা হয়েছে। এ বছরের শেষ নাগাদ প্রায় দেড় লাখ ফাইভ জি স্টেশন স্থাপনের কথা জানিয়েছে চীন। যা হবে বিশ্বের সবচেয়ে বড় ফাইভ জি নেটওয়ার্ক। খবর সিএনএন ও বিবিসির।
ফাইভ জি নেটওয়ার্ক চালু করল চীন
Reviewed by Green BD IT Solution
on
November 04, 2019
Rating:
![ফাইভ জি নেটওয়ার্ক চালু করল চীন](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxhSTpAeXkf_rzikIZxaoUhB2Qal0ZrH0_3_OiC070fNQiaztU5RnWc6HTnA_Y0arpXZOfGingp5RVlkrH5v2WoPeonW-pkXKl8AulfpHf9e_JcFND8OXUgLhBz6XoPh5URwdfSXM9klc/s72-c/images.jpg)
No comments: